খাগড়াছড়িতে উদ্ধার নবজাতককে দেখতে হাসপাতালে জেলা পরিষদ সদস্য
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:০৩
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি পৌর শহরের শান্তিনগর এলাকায় রাতের আঁধারে ড্রেনের কচুরিপানার ঝোপ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় এক বৃদ্ধা ড্রেনের পাশে নবজাতককে দেখতে পেয়ে খাগড়াছড়ি সদর থানায় খবর দেন। খবর পেয়ে এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেন। তিনি শিশুটির প্রাথমিক চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেন এবং ভবিষ্যতেও শিশুটির পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ‘নবজাতকটির অবস্থা এখন স্থিতিশীল। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। পরবর্তী পদক্ষেপ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে।’
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন এবং মাহবুব আলম হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজখবর নেন।
শহিদুল ইসলাম সুমন বলেন, ‘নবজাতকটির অবস্থা ভালো রয়েছে। বিষয়টি আমরা জেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। পরবর্তী পদক্ষেপ আদালত ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নেওয়া হবে।’
এদিকে নবজাতক ছেলেটিকে দত্তক নিতে হাসপাতালে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
এআরএস

