মিঠাপুকুরে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:১৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আনিচুর রহমান (৩২)। তিনি কুড়িগ্রাম জেলার কুমরপাড়া গ্রামের মো. ময়েন উল্যার ছেলে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাঁচমরা) এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, একদিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আনিচুর রহমান। নিখোঁজ হওয়ার আগে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, ‘আমাকে মাফ করে দিও।’ এরপর ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে আনিচুরের স্ত্রী কুড়িগ্রাম সদর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ফতেপুর গ্রামের মহাসড়কের পূর্ব পাশে একটি গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’
রাখিবুল হাসান রাখিব/এআরএস


