টেকনাফে মানবপাচারকারীর আস্তানায় বিজিবির অভিযান, ৬ জিম্মি উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:৩১
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে টেকনাফের রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালানো হয়।
এ সময় অস্ত্র ও গুলিসহ মানবপাচারচক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিকেল ৫টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও মানবপাচার রোধে বিজিবি সর্বদা তৎপর। মানবপাচারকারীদের বিরুদ্ধে এই অভিযান ছিল একটি দুঃসাহসিক উদ্যোগ।’
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরবেলায় অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল পাহাড়ি গহিনে অবস্থিত পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালায়। টানা ছয় ঘণ্টার অভিযানে বিজিবি সদস্যরা পাহাড় ঘিরে ফেলে কৌশলে অগ্রসর হয়ে এক পাচারকারীকে আটক করেন এবং ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড তাজা গুলি ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ব্যক্তি মো. রুবেল (২১)। তিনি টেকনাফ সদরের করাচিপাড়া এলাকার মো. হোছনের ছেলে। তবে পাচারচক্রের আরও আট সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের মধ্যে রয়েছে-আব্দুল্লাহ (২৬), রিয়াজ (৩০), মো. হোছন (৪৬), আনোয়ারা বেগম, রায়হান (২৪), জয়নাল (২৪), আব্দুল্লাহ (২৫) ও সিরাজ (২৬)।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, স্থানীয় দালালের মাধ্যমে মাথাপিছু ৪০ হাজার টাকায় তাদের পাচারকারীদের কাছে বিক্রি করা হয়। পরে সশস্ত্র পাহারায় পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতন চালানো হয়।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘অভিযান চলাকালে বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পালিয়ে যাওয়া পাচারকারীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।’

আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র-আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
- ইব্রাহীম মাহমুদ/এমআই

