বরগুনায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:২০
ছবি : সংগৃহীত
বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত আড়াইটার দিকে কার্যালয় সংলগ্ন সার্কিট হাউজ পুকুর পাড় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সীমান্ত দাস বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বিজন দাসের ছেলে।
তিনি একটি গাছের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি গাছে সীমান্তের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করলে তার সৎকার সম্পন্ন করে পরিবার।
স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের আগে রাত ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গোল চত্বরে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় সীমান্তকে। কেউ একজন তাকে মেরেছে এমনটা বলতে শোনা যায় তাকে। কিন্তু স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন ভেবে বিষয়টি এড়িয়ে যায়। সীমান্ত মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানা যায়।
সীমান্তর ভাই বলেন, ‘আমার ভাই হয়ত আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না একথা সত্য নয়।’
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। ওই যুবক মাদকের সাথে সম্পৃক্ত ছিল। সে সবসময় হতাশাগ্রস্ত থাকত, এমনকি পরিবারের সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না। তবুও কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
- খান নাঈম/এমআই

