Logo

সারাদেশ

নরসিংদীতে কার্যকর সাক্ষরতা ও কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:২০

নরসিংদীতে কার্যকর সাক্ষরতা ও কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন।

‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কার্যক্রমটি বাস্তবায়ন করবে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ও বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ। কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন অ্যান্ড এসি এবং ইলেকট্রিক্যাল—এই চারটি ট্রেডে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কর্মদক্ষতা উন্নয়ন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শরীফ রফিকুল ইসলাম, ফেয়ার ইলেকট্রনিক্সের এইচআর (অ্যাডমিন) আহসান তারিক, বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

সুমন রায়/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর