Logo

সারাদেশ

চট্টগ্রামে নকল আইসক্রিম কারখানায় অভিযান

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:৩২

চট্টগ্রামে নকল আইসক্রিম কারখানায় অভিযান

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআইয়ের মান ও সনদ বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম উৎপাদনের অভিযোগে‌ বেনামী এক কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদা‌য়ে ৬ মা‌সের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঘাটঘর ও কুমিরা এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী মান ও সনদ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও বিতরণের অপরাধে ওই বেনামী প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা ও অনাদা‌য়ে ৬ মা‌সের জেল প্রদান করা হয়।

অভিযানকালে ১০০ কার্টন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দ করা হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপস্থিত স্বাক্ষী ও গণমাধ্যম কর্মীদের সামনে এসব নকল পণ্য ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর পক্ষ থেকে অংশ নেন সহকারী পরিচালক রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী সজীব চৌধুরী।

  • মোহাম্মদ জামশেদ আলম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর