ধুনটে গোয়ালঘরে অগ্নিকাণ্ড, দুই গাভীসহ ৩ গরু পুড়ে ছাই
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৪:২৩
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার ধুনটে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে দুইটি গাভী ও একটি বাছুর পুড়ে মারা গেছে। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নিমগাছী কোদলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক চাঁন মিয়া আকন্দ ওই গ্রামের পোকরা আকন্দের ছেলে। তিনি একজন দরিদ্র কৃষক। সংসার চলে মূলত গরু পালনের আয় থেকে।
চাঁন মিয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে উঠে গোয়ালঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তার দুটি গাভী ও একটি বাছুর পুড়ে মারা যায়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মিনহাজ উদ্দিন/এআরএস


