Logo

সারাদেশ

ফরিদপুরে যুবদল নেতা পিংকুর মনোনয়ন দাবিতে মানববন্ধন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:০৩

ফরিদপুরে যুবদল নেতা পিংকুর মনোনয়ন দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকুর মনোনয়ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনের সড়কে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম টুটুল, শাহরিয়ার হোসেন জুয়েল ও শহিদুল ইসলাম মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ অতীতের সব গণসংগ্রামে রাজপথে ছিলেন মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। তিনি অত্রাঞ্চলের মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন।

ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর