ফরিদপুরে একযোগে ৮২ ইউপি সচিবের বদলি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার ৮২ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে (ইউপি সচিব) একযোগে বদলি করা হয়েছে।
এর মধ্যে বোয়ালমারী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮ জন ইউপি সচিবের বদলি করা হয়েছে। এর মধ্যে একজন সচিব দুইটি ইউনিয়নের দায়িত্ব পালন করছিলেন। বদলিকৃত সচিবদের ফরিদপুর জেলা সদরসহ অন্যান্য উপজেলায় পাঠানো হয়েছে।
গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে পদায়নকৃত ইউনিয়ন পরিষদে তাঁরা যোগদান করেছেন। তবে, কেন একযোগে সকল ইউপি সচিবকে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান গত ৯ অক্টোবর স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেন। চিঠিতে ১৯ অক্টোবরের মধ্যে সবাইকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
বদলিকৃত সচিবদের মধ্যে রয়েছেন-ঘোষপুর ইউপির মো. রিবুল হোসেন (ফরিদপুর সদরের ঈশান গোপালপুরে), সাতৈরের এস.এম. সিরাজুল ইসলাম (চরমাধবদিয়ায়), বোয়ালমারী সদরের তরুণ কুমার সরকার (ডিগ্রীরচরে), শেখর ইউপির মো. বিল্লাল হুসাইন (অম্বিকাপুরে), দাপপুরের মো. রানা শেখ (ভাঙ্গার কালামৃধায়), চতুলের উত্তম কুমার সাহা (সালথার যদুনন্দীতে), পরমেশ্বরদীর মো. জাফর মোল্যা (সালথার রামকান্তপুরে) এবং রূপাপাতের নির্মল সরকার (নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে)।
এদিকে, তাদের স্থলে নতুনভাবে যোগ দিয়েছেন-ঘোষপুর ইউপিতে মোছা. আফিয়া আক্তার, গুনবহায় জনি অধিকারী, পরমেশ্বরদীতে মোহাম্মদ আলী সরদার, চতুলে মো. আজিজুল শেখ, শেখরে মো. ইখতেখার, ময়নায় মোহাম্মদ আলী, দাপপুরে মো. সাইফুল আলম, সাতৈরে মো. সরোয়ার হোসেন এবং রূপাপাতে মো. শফিকুল ইসলাম।
এ বিষয়ে গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘এটা একান্তই সরকারি বিষয়। সরকার আমাদের যে সচিব দেবেন, তার সঙ্গেই পরিষদ কাজ করবে। সম্ভবত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বদলি করা হয়েছে।’
এ বিষয়ে গুনবহা ইউনিয়নে দায়িত্বে থাকা সচিব আবু হানজালা বলেন, ‘সরকার আমাকে যেখানে দায়িত্ব দেবে, আমি সেখানেই কাজ করব। দেশের জন্য সরকারের দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত আছি।’
- এম. এম. জামান/এমআই