মানিকগঞ্জে রাব্বি হত্যার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৩৩
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাব্বি ওরফে আব্দুল্লাহ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী রাতুল ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বুধবার (২২ অক্টোবর) কাফাটিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয় ও এলাকার সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক মুহাম্মদ মুকুল মিয়া, ইমরান খান, নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুর রহমান, সহকারী শিক্ষক সুজন আহম্মেদ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
নিহতের মা আসমানী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।’
বক্তারা জানান, রাব্বি ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

