Logo

সারাদেশ

বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল পৌর শহরের পাবলিক খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের বিনোদনের একমাত্র স্থান। মেলা আয়োজনের কারণে মাঠের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়বে। পরিবেশ দূষণ, মলমূত্র ত্যাগ ও যানজটের কারণে জনদুর্ভোগ বাড়ছে।

মানববন্ধনে ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদারসহ অন্যান্য বক্তারা বলেন, পাবলিক মাঠের আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদরাসা ও শিশু বিদ্যালয় রয়েছে। সংবেদনশীল এলাকায় মেলা আয়োজন অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।

তারা হুঁশিয়ারি দেন, মেলা অবিলম্বে বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। এ সময় মেলার কয়েকজন আয়োজক মানববন্ধনকারীদের হুমকি দিয়ে কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর