Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ফরিদপুরে একে আজাদসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের গ্রেপ্তার দাবি

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

ফরিদপুরে একে আজাদসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের গ্রেপ্তার দাবি

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে আজাদ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ শেখের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২৪শে জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য মেহেদী হাসান, সাইফ খান, ফারহান নাইব, তামজিদ সিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, ‘আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের নিয়ে একে আজাদ যে কার্যক্রম পরিচালনা করছেন, তা জুলাই আন্দোলনের আদর্শের পরিপন্থী। অনতিবিলম্বে একে আজাদ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর