Logo

সারাদেশ

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ, প্রশাসক নিয়োগ

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:০৩

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ, প্রশাসক নিয়োগ

মোহাম্মদ ওমর ফারুক দর্জি। ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছেন জেলা প্রশাসক।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের স্মারক (১৯ আগস্ট ২০২৪) অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘আমি এ উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও তাকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। উপজেলা পরিষদের তিনটি সভাতেও তিনি অনুপস্থিত ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং আইসিটি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ওমর ফারুক দর্জি শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বিদ্রোহী প্রার্থী হয়ে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আবু মুছা আল শিহাব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর