গ্রাফিক্স : বাংলাদেশের খবর
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের পিকআপ ধাওয়ার সময় এই ঘটনা ঘটে।
নিহত আলমাছ মিয়া নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে নয়াখেল রাস্তার বাঁকে চোরাকারবারিদের একটি গাড়ি পৌঁছালে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে। এ সময় রাস্তার পাশে শিম ক্ষেতে কাজ করতে থাকা আলমাছ মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া করতে গিয়ে নয়াখেল গ্রামে গাড়ি আটক করতে গুলির ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তি চোরাকারবারি কি না তা খতিয়ে দেখছে বিজিবি।
রেজাউল হক ডালিম/এআরএস

