বরিশালে কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:১০
-68f8ada27037f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অন্যতম পুরোধা, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী বুধবার (২২ অক্টোবর) তার জন্মস্থান বরিশালে শ্রদ্ধা ও ভালোবাসার আবহে পালিত হয়েছে।
সকালেই কবির পৈত্রিক ভিটায় নির্মিত ‘কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে’ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কবিপ্রেমী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ।
পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী স্মরণ আয়োজন। পরে মিলনায়তনে বরিশাল কবিতা পরিষদ ও প্রগতী লেখক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও কবি আড্ডা।
অনুষ্ঠানে স্থানীয় কবি ও সাহিত্যিকরা বলেন, ‘জীবনানন্দ দাশ শুধু প্রকৃতির কবি নন, তিনি বাংলার নিঃশব্দ বেদনা, সৌন্দর্য ও মানুষের মর্মবেদনার কবি। তাঁর শব্দে আমরা খুঁজে পাই এক অনন্ত বাংলাকে।’
দিনব্যাপী আয়োজনটি আগুনমুখা প্রকাশনী আয়োজন করে বিশেষ কবি আড্ডা ও স্মৃতিভ্রমণ, পাশাপাশি উত্তরণ, সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনও কবির স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।
আয়োজকরা বলেন, ‘নতুন প্রজন্ম যেন কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও দর্শন জানতে পারে, তাই প্রতিবছরই এই দিনটিকে কবিতার উৎসবে পরিণত করার চেষ্টা করি।’
১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন বাংলা আধুনিক কবিতার পথিকৃৎ জীবনানন্দ দাশ। তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী ও বেলা অবেলা কালবেলা আজও বাঙালির হৃদয়ে অনুরণিত। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
গাজী আরিফুর রহমান/এআরএস