Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:১৪

আলফাডাঙ্গায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে এবং চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া যায়। মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পিতা লাশ শনাক্ত করেন।

আলফাডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা উদঘাটনের চেষ্টা করছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর