খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্সের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:১৮
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের জন্য ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষকদের কাছে সার সরবরাহে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৯ সালের নীতিমালা বাতিল করে নতুন ২৬টি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যেখানে খুচরা সার ডিলারদের অধিকার সীমিত করার কথা বলা হয়েছে। এ কারণে প্রান্তিক কৃষকরা সমস্যায় পড়বেন। তাই তারা পুরোনো নীতিমালা পুনর্বহাল করার দাবি জানান।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কনকব্রত ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, দীঘিনালা কমিটির সভাপতি সুসময় চাকমা। জেলা ওয়ার্ডের সব খুচরা সার বিক্রেতা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
ছোটন বিশ্বাস/এআরএস

