নারায়ণগঞ্জে পুকুর ভরাট রোধে জেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৫৮
-68f8d4eb87d5a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় একটি পুকুর ভরাটের প্রস্তুতি চলাকালে জেলা প্রশাসন অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, পুকুরটি সেচের পানি ধারণ করলেও ভরাট কার্যক্রম শুরু হয়নি। অভিযানের সময় উপস্থিত প্রতিনিধিরা জানায়, পুকুর হলেও জমির রেকর্ডে তা ‘নাল’ হিসেবে রয়েছে। তবে পুকুর ভরাটের জন্য দায়িত্বরতরা জমির পর্চা দেখাতে ব্যর্থ হন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে জমির সিএস, এসএ ও আরএস পর্চা দাখিলের নির্দেশ দেন। এছাড়া, সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে জমির পর্চা দাখিলের পর ডিসি অফিসে শুনানির মাধ্যমে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
এআরএস