জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি : বিশ্বজিৎ কুমার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:৩৭
---2025-10-22T203552-68f8ec1a252bc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি বলে জানিয়েছেন গোপলগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল।
বুধবার (২২ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে লাল শাপলা হল মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্বজিৎ কুমার পাল বলেন, ‘সরকার নাগরিক সেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি।’
তিনি আরও বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো নিবন্ধন সম্পন্ন করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতার বিষয়ও।’
সভা শেষে বিভিন্ন ইউনিয়নের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিবগণ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীবৃন্দ, টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- অংকন তালুকদার/এমআই