Logo

সারাদেশ

নোয়াখালীতে যুবদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯

নোয়াখালীতে যুবদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশে বাজারে ছাত্রশিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনায় পাল্টাপাল্টা মামলা হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সুধারাম মডেল থানায় পৃথক দুই মামলা করেন। এতে উভয় পক্ষের ৫০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা অন্তত ৪০০জনকে আসামি করা হয়।

স্থানীয় ও পুলিশের একাধিক সূত্র জানায়, গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে শিবিরের কোরআন তালিমকে কেন্দ্র করে যুবদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী দুই দিন দফায় দফায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন হয়েছে। সর্বশেষ তা মামলায় গড়িয়েছে।

সূত্র জানায়, ঘটনার পর নেওয়াজপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. ফারুক হোসেন বাদি হয়ে জামায়াত ও শিবিরের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেন। 

একই দিন ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার আইন সম্পাদক নাঈম হোসেন বাদি হয়ে আরেকটি মামলা করেন। এতে যুবদল, ছাত্র ও বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২১০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ওই দিনের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

  • দ্বীপ আজাদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুবদল ছাত্রশিবির সংঘর্ষ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর