Logo

সারাদেশ

মাটিরাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:২৮

মাটিরাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। ভিকটিমের বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার অরুন বিকাশ রোয়াজার ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২), গোমতি ইউনিয়নের উদয়কুমার পাড়ার আনি রঞ্জন ত্রিপুরার ছেলে ডেটল বাবু ত্রিপুরা (১৯), এবং রিমন ত্রিপুরা (২২)। পলাতক আসামী হলেন সুমন ত্রিপুরা (১৯)।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজার সময় কিশোরী ধর্ষণের শিকার হন। খবর পেয়ে প্রথমে দুই জনকে এবং আজ সকালে একজনকে আটক করা হয়েছে।

ওসি জানান, অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা খাগড়াছড়ি সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এরপর তাদের খাগড়াছড়ি শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনাল আদালতে তোলা হবে।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর