Logo

সারাদেশ

টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ রিয়াজ উল্লাহ (২২) নামে এক যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার ফিনিস ভাঙ্গা নৌঘাঁট থেকে রিয়াজ উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ উল্লাহ কচ্ছপিয়া এলাকার মৃত মো. হাসানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ উল্লাহ সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়ে যান। পরে সকালে তার লাশ ফিনিস ভাঙ্গা নৌঘাঁটে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, ‘বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার ফিনিস ভাঙ্গা নৌঘাঁটে নিখোঁজ রিয়াজ উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ইব্রাহীম মাহমুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর