Logo

সারাদেশ

কিশোরগঞ্জে পিতাহত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

কিশোরগঞ্জে পিতাহত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাহত্যা মামলার প্রধান আসামি ছেলেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে বুধবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চট্টগ্রাম রোড থেকে পিতাহত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আব্দুল আওয়াল বাদল (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত আ. মালেকের ছেলে।

র‌্যাব জানিয়েছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামি আব্দুল আওয়াল বাদল তার স্ত্রীকে নিয়মিত শারীরিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান।

এরপর আসামি তার বাবা আ. মালেককে মাদক সেবনের টাকা ও স্ত্রী-সন্তান ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে গত ১৬ অক্টোবর বিকালে তিনি হুমকি দেন, যদি স্ত্রী-সন্তান বাড়িতে না ফেরানো হয়, তাহলে পিতাকে খুন করবেন।

পরদিন, ১৭ অক্টোবর সকাল ১০টায় আ. মালেক তার বসত ঘরের খাটে বসে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আব্দুল আওয়াল বাদল পূর্বপরিকল্পিতভাবে হাতে ছুরি নিয়ে ঘরে প্রবেশ করেন, স্ত্রী ও মেয়েকে ঘর থেকে বের করে দেন এবং পিতার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যান।

আহত আ. মালেক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আসামিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর