Logo

সারাদেশ

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

ছবি : বাংলাদেশের খবর

প্রতিষ্ঠার প্রায় সাত বছর পর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে। জমির শ্রেণি যাচাই-বাছাই শেষে ওই এলাকায় ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের জমিগুলোর শ্রেণি যাচাই-বাছাই করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক জানান, এর আগে জমির শ্রেণি যাচাই করা হলেও এবার আরও বিস্তারিত যাচাই করা হয়েছে। কারণ এর সঙ্গে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক বিষয় জড়িত রয়েছে। যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে এবং প্রাক্কলন তৈরি করা হবে। দ্রুত সময়ের মধ্যে দুটি মৌজায় ৩০ একর জমি মেডিকেল কলেজের জন্য অধিগ্রহণ করা হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহকারী প্রকল্প পরিচালক ডা. হারুন অর রশিদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

ডা. হারুন অর রশিদ বলেন, ‘২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ইতোমধ্যেই দুটি ব্যাচ চিকিৎসক হয়ে বেরিয়েছে। সদর হাসপাতালে মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জেলা ও আশপাশের রোগীদের সেবা নিশ্চিত করছে। জমি অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে শ্রেণি যাচাই-বাছাই কাজ সম্পন্ন হলে কলেজের অবকাঠামো নির্মাণ দ্রুত এগোবে এবং শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।’

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর