Logo

সারাদেশ

সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২৩

সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের উত্তর হাটি এলাকা থেকে মোছা কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার দাবি করছে, তাকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ওড়না দিয়ে পেচিয়ে বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর গৃহবধূর স্বামী মামুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

জানা যায়, প্রায় চার বছর আগে ভূইশ্বর গ্রামের মামুন মিয়ারের সঙ্গে চান্দের হাটি এলাকার কুলসুম বেগমের বিবাহ হয়। তাদের এক সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়েছে, কিছুদিন আগে মামুন বিদেশ যাওয়ার কথা বলে কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেন। পরে পরিবারের লোকজন ৩ লাখ টাকা দিয়ে কুলসুমকে বাড়িতে ফেরত পাঠায়। বৃহস্পতিবার সকালে কুলসুমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী।

ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

রিমন খান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর