Logo

সারাদেশ

রেস্টুরেন্টে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি নাইম গ্রেপ্তার

Icon

​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫১

রেস্টুরেন্টে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি নাইম গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

​সিরাজগঞ্জের কামারখন্দের ডেরা ফাস্টফুড রেস্টুরেন্টে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

​বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাটিকুমরুলে র‌্যাব-১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইম হোসেন কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে।

​জানা যায়, মেয়েটি মাদরাসা থেকে কলম কিনতে দোকানে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা কয়েকজন সিএনজি নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তারা মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে দ্রুত জামতৈল রেলগেটের দিকে যায়। পরবর্তীতে, উপজেলা সেন্ট্রাল পার্কের দক্ষিণ পার্শ্বে ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের পূর্বদিকে নাইম হোসেন তাকে ধর্ষণ করে। এসময় আসামির সহযোগী বন্ধুরা রেস্টুরেন্টের ভেতরের গেটে পাহারা দেয় এবং কিশোরীর কান্নাকাটি যেন বাইরে থেকে কেউ শুনতে না পায়, সেজন্য উচ্চস্বরে গান বাজিয়েছিল।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদরাসা ছাত্রী গত রোববার (১৯ অক্টোবর) সকালে মাদরাসায় যায়। বিকেলে মাদরাসা ছুটি হলেও সে বাড়িতে না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি পরিবারকে ফোন করে জানান যে, মেয়েটি সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। পরিবার দ্রুত সেখানে পৌঁছে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

​র‌্যাব-১২ এর উপঅধিনায়ক মো. আহসান হাবিব বলেন, ‘ধর্ষণ মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি নাইম হোসেন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের জন্য শুরু থেকেই অভিযান চলছিল এবং শেষ পর্যন্ত সফলতা এসেছে। গ্রেপ্তার নাইমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

  • ফিরোজ আল আমিন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ গ্রেপ্তার মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর