কুমিল্লার বুড়িচংয়ে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:২৮
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত টানা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বিজিবি জানায়, জব্দ করা পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে বিজিবি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এআরএস

