Logo

সারাদেশ

‘ইসলামের দ্বীন বাস্তবায়নে বাউফলে গণজাগরণ শুরু হয়েছে’

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

‘ইসলামের দ্বীন বাস্তবায়নে বাউফলে গণজাগরণ শুরু হয়েছে’

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী বলেছেন, ‘আমির পীর সাহেব চরমোনাই আমাকে যে আমানত দিয়েছেন, আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবার আন্তরিক দোয়া কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে সঙ্গে নিয়ে বাউফলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে আমি বাউফলের কয়েকটি ইউনিয়নে গিয়েছি—দেখেছি মানুষ ইসলামকে জিন্দা করার জন্য এবং ইসলামের দ্বীন বাস্তবায়নের জন্য এক ধরনের গণজাগরণ শুরু করেছে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগা ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন (সোরহাব)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মুহাম্মদ আবুল হোসাইন হাওলাদার, সদস্য সচিব মাওলানা এইচ. এম. নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আলহাজ মুহাম্মদ জালাল আহমেদ মৃধা, মুজাহিদ কমিটির সদর মাওলানা আহম্মদ হুসাইন মারুফ, সহসভাপতি হাফেজ মাওলানা আসাদুজ্জামান নূর এবং যুগ্ম সম্পাদক মাওলানা জাকির হোসাইন জিহাদী প্রমুখ।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চরমোনাই পীর নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর