Logo

সারাদেশ

ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী ঢাকায় গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৮

ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী ঢাকায় গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় মো. বাদশা মিয়া নামে এক যুবদলকর্মীকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত বাদশা ওই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মামলার ২ নম্বর আসামি। তিনি জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

এর আগে বুধবার (২২ অক্টোবর) ঢাকার লালবাগ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত জানিয়েছেন, ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তারকৃত বাদশা আগে যুবলীগের সদস্য ছিলেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন যুবদলের একজন নেতা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাদশা দাগনভুঁঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী ও জায়লস্কর ইউনিয়ন যুবদল নেতা আশরাফুলের আশ্রয়ে যুবদল নেতার পরিচয়ে পূর্বের অপরাধে জড়িত হন।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর