এবার ১ টাকা কেজিতে গরুর গোশত বিতরণের ঘোষণা মাওলানা রাইহানের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:২১
ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর গোশত বিতরণের ঘোষণা দিয়েছেন মাওলানা রায়হান জামিল নামের ফরিদপুরের সমাজসেবক এক আলেম। নামমাত্র মূল্য পরিশোধের মাধ্যমে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি গোশত বিতরণের এই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মাওলানা রায়হান জামিল জানান, আগামী ৩০ অক্টোবর মাত্র এক টাকার বিনিময়ে প্রতিকেজি গরুর গোশত বিতরণের এই কর্মসূচি পালন করবেন তিনি।
এরআগে, গত ১৭ সেপ্টেম্বর সদরপুর এলাকায় তিনি ১০ টাকা প্রতিপিস ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন। এরপর তিনি চার মণ মাছ নিয়ে আসেন, কিন্তু গরিব মানুষের জন্য মাছ দেয়ার কথা থাকলেও সর্বস্তরের মানুষ আসার কারণে মাছের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, ফলে সবাইকে মাছ দেয়া সম্ভব হয়নি। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে রায়হান জামিল স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়ে তিনি স্থান ত্যাগ করেন।
এবার তিনি ১ টাকা কেজিতে গোশত বিতরণের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একটি পোস্টারও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।পোস্টারে বলা হয়েছে, রায়হান জামিলের পক্ষ থেকে হত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে গরুর গোশত। ভাঙ্গা উপজেলার ১০০ জনকে টোকেনের মাধ্যমে এই গোশত বিতরণ করা হবে।
রায়হান জামিল জানান, আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি ভাঙ্গা উপজেলায় গরুর গোশত বিতরণ করবেন। অসহায়-দরিদ্র ১০০ পরিবারকে গোশত দেয়া হবে। বিশৃঙ্খলা এড়াতে এবার তালিকা করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টোকেনও পৌঁছে দেয়া হয়েছে বলে জানান তিনি।
মাওলানা রায়হান জামিল ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে চান। দীর্ঘদিন ধরে মানবসেবাকে জীবনের মূল লক্ষ্য গ্রহণ করে তিনি অসহায় ও প্রান্তিক জনগণের পাশে থাকছেন। তার উদ্যোগে খাদ্য সহায়তা, চিকিৎসা ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আইএইচ/

