Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫০

ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে পাঁচজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা বরিশালসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা খোসালপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে।

অন্যদিকে, যাদবপুর বিওপির টহল দল পৃথক অভিযানে আসামীবিহীন ২০ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে বলে জানায় বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এম বুরহান উদ্দীন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত বিজিবি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর