Logo

সারাদেশ

নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেস সচিব

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেস সচিব

মাগুরায় নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

গুম, হত্যা ও কারচুপির রাজনীতিতে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সেই লক্ষ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত হয়েছে এবং অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ অতীতে টাকার বিনিময়ে ভোট কিনেছে, নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু এবার এসবের কোনো সুযোগ থাকবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’

‘না ভোট’ প্রসঙ্গে প্রেস সচিব জানান, আরপিওতে এই বিধান রাখা হয়েছে যে, কোনো ক্ষেত্রে যদি একজন প্রার্থী থাকে, তবে জনগণ তার বিপরীতে ‘না ভোট’ দিতে পারবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকবে না।

জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ রাজনৈতিক দলই সনদে একমত পোষণ করে স্বাক্ষর করেছে। যারা করেনি, তাদের সঙ্গে শুধু কিছু মতপার্থক্য রয়েছে; তবে মূল বিষয়গুলোতে সবাই ঐক্যমত্যে পৌঁছেছে।’

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব আওয়ামী লীগ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর