ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:২৩
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মাগুরার শাকিব (৩৫) ও পাবনার জুয়েলের স্ত্রী ইয়াসমিন (৩০)।
আহতদের মধ্যে মুসা (৪২), রওশন (৩৫), তয়জদ্দিন (৬০), জালালউদ্দিন (৩৬), নাজমুল (২৮) ও নূর-আলম (৪০) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গার তারাইল এলাকায় পৌঁছে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীরা বাস থেকে নেমে রাস্তায় দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই একই লেনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
দ্বিতীয় ধাক্কায় বাসে থাকা এবং আশপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইমরান মুন্সী/এমবি

