Logo

সারাদেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৬:০৯

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাসোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫) ও তার ছেলে শিহাব (১০)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে নিজ জমিতে মোটরের সংযোগ দেওয়ার সময় প্রথমে ছেলে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যান।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

আতিকুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর