Logo

সারাদেশ

আমরা সত্যের মুখোমুখি হতে চাই : ডা. জাহিদ

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

আমরা সত্যের মুখোমুখি হতে চাই : ডা. জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সকলের উচিত বীর মুক্তিযোদ্ধাদের সন্মান করা। আপনি যদি ৪৭ সালকে অস্বীকার করেন তাহলে ৫২ পাওয়া যাবে না। আবার ৫২ কে যদি অস্বীকার করেন তাহলে ৬৯ গণঅভ্যুত্থান পাবেন না। আবার ৬৯ কে যদি অস্বীকার করেন তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধ পাবেন না। ৯০ কে যদি ভুলে যান তাহলে ২০২৪ কে পেতে পারবেন না। অতএব, কোনো কিছুই তথা ইতিহাসকে অস্বীকার করা যায় না।

ডা. জাহিদ হোসেন আরও বলেন,  ইতিহাস তার নিজস্ব স্থান থেকে একটি জাতিকে গড়ে দিতে পারে। ইতিহাস আমাদের সবাইকে ধারণ করে। প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস তৈরি করা যায়, লেখা যায়, কিন্তু মানুষ মনে রাখে না। কাজেই আমরা এটা চাই না। আমরা সত্যের মুখোমুখি হতে চাই।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, শিল্পীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. লুৎফর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর