Logo

সারাদেশ

কুষ্টিয়ায় সৎভাইয়ের হাতে ভাই খুন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৮:০৬

কুষ্টিয়ায় সৎভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম একই এলাকার মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মহির উদ্দিনের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় জাহিদের ছেলে রাব্বি (১৭), তার ভাই শরিফুল ইসলাম (৫০) ও প্রথম স্ত্রীর ছেলে বাদল (৫৬) আহত হন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকরামুজজামান আরিফ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর