Logo

সারাদেশ

নেত্রকোণায় শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

Icon

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৮:২৫

নেত্রকোণায় শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোণার মদনে চানগাঁও-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মানিক মিয়ার বিরুদ্ধে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রত্মপুর গ্রামের কেন্দ্রুয়া-মদন সড়কে স্থানীয়রা জুতা ও ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয়রা জানায়, ৩ অক্টোবর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে একাংশের সভাপতি মুজিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মানিক মিয়া পাভেল-নিউটনের কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং পাভেল-নিউটন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন। প্রতিবাদে ২০ অক্টোবর অনুমোদিত কমিটির সভাপতি মাহমুদুর রহমান পাভেল ও সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটন এবং তাদের অনুসারী শিক্ষকগণ মদন প্রসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এরপর পাভেল-নিউটন কমিটির সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিকেলে উপজেলার বয়রালা ব্রিজে মানিক মিয়ার উসকানিতে তার আত্মীয় স্বজন শফিউল লালন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করে। সেখানে লালন মাস্টারের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় অবাঞ্ছিত গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে মিছিল করেছে।

উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, ‘সহকারী শিক্ষকদের দু’গ্রুপের বিষয়টি আমি অনবগত ছিলাম। উসকানিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।’

  • নিজাম তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর