নরসিংদীতে বিএনপি নেতার রোগমুক্তি কামনায় দোয়া
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:০৩
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন, হারুন-অর-রশিদ, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সহমহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মনজুর এলাহীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। তিনি বলেন, দেশি-বিদেশি কিছু চক্র আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই নির্বাচনকে আটকাতে পারবে না। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই।
তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। দলের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, দল তার দায়ভার নেবে না; বরং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুমন রায়/এমবি

