বাউফলে ট্রলির ধাক্কায় সেনা সদস্যসহ আহত ৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:১১
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে একটি অবৈধ ট্রলির ধাক্কায় সেনা সদস্যসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল-বগা-বরিশাল মহাসড়কের বাউফল পাবলিক মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সেনাবাহিনীর সদস্য কাওসার আহমেদ (২৬), ব্যবসায়ী রুমান আহমেদ (২৭) ও অটোরিকশা চালক বেল্লাল আহমেদ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাওসার ও রুমান একটি অটোরিকশায় করে বাউফল পাবলিক মাঠ এলাকায় আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলি তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেনা সদস্য কাওসার আহমেদ ও রুমান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুল ইসলাম সাগর/এমবি

