Logo

সারাদেশ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:০৪

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর আত্রাই উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার আমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে আত্রাই থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল আটক করা হলেও ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর