নরসিংদীতে বিনা রশিদে চলছে টোল আদায়, রাজস্ব হারাচ্ছে সরকার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২১:৪৭
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবস্থিত শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজায় রশিদ ছাড়া টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারের প্রতি মাসে লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে।
জানা গেছে, টোল আদায়কারী কিছু কর্মচারী দীর্ঘদিন ধরে চালক ও যানবাহন মালিকদের কাছ থেকে রশিদ ছাড়াই নগদ টোল আদায় করে আসছিল। ফলে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না পড়ে ব্যক্তিগত পকেটে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে টোল আদায় কার্যক্রম সরাসরি সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), নরসিংদীর তত্ত্বাবধানে চলছে। এর আগে টোল আদায়ের দায়িত্বে ছিল ৯সিএনএস) নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কার্যকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ সালে শেষ হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত গাড়ি পারাপার হলেও অধিকাংশ ক্ষেত্রেই টোলের রসিদ দেওয়া হয় না।
একাধিক ট্রাক ও প্রাইভেটকার চালক জানান, টাকা নেওয়ার পরও টোল প্লাজার কর্মচারীরা রসিদ দিতে অস্বীকৃতি জানায়। পরে ক্ষুব্ধ চালক ও এলাকাবাসী কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে শুরু হয় বাকবিতণ্ডা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এভাবে গোপনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অথচ কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে রাষ্ট্রের রাজস্ব খাতে ক্ষতি হচ্ছে কোটি টাকারও বেশি।
ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. ইয়াছিন দায় স্বীকার করে বলেন, ‘রশিদ ছাড়া টোল আদায়ের ঘটনা সত্য। একই অভিযোগের ভিত্তিতে ছয়জন কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’
এলাকাবাসী সরকারের কাছে উচ্চ পর্যায়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন, যাতে দুর্নীতির মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা যায়।
- মো. বেলায়েত হোসেন/এমআই

