মানিকগঞ্জের চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে চান জিন্নাহ কবির
আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৪
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এ জিন্নাহ কবির। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে চান এস এ জিন্নাহ কবির। মানিকগঞ্জ-১ আসনে বিএনপি থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এই নেতা জানিয়েছেন, চরাঞ্চলের তিনটি উপজেলার সার্বিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাপনের মান উন্নত করাই তার প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশের খবর-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এস এ জিন্নাহ কবির।
তিনি বলেন, আমার দল যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তবে চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারব। অর্থনৈতিক, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনে এ অঞ্চলকে দেশের মডেল এলাকায় রূপ দেওয়া সম্ভব।
তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, এই ৩১ দফা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমদিকে কিছুটা সংশয় থাকলেও এখন গ্রামগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ আগ্রহ নিয়ে তা শুনছে। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আর কোনো স্বৈরাচার টিকতে পারবে না।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে প্রার্থীদের তথ্য সংগ্রহ করেছেন। তিনি ধাপে ধাপে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন। গত ১৮ অক্টোবর তিনিও এমন একটি নির্দেশনা পেয়েছেন, যার ভিত্তিতে তিনি মাঠপর্যায়ে কাজের গতি বাড়িয়েছেন।
এস এ জিন্নাহ কবির আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে সর্বাধিক ভোটে জয়ী হয়ে জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন।
এআরএস

