'আপন শিক্ষালয় স্কুল’ থেকে ‘আপন বাড়ি পার্ক’
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা সাতবাড়িয়া গ্রামে একসময় শিক্ষার আলো ছড়াত ‘আপন শিক্ষালয় স্কুল’। কিন্তু করোনাকালীন দীর্ঘ বন্ধে টিকতে পারেনি সেই স্কুলটি। এখন সেই একই স্থানে গড়ে উঠেছে মনোরম বিনোদনকেন্দ্র ‘আপন বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট’।
গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ দিচ্ছে এই পার্কটি। চান্দিনা ও আশপাশের এলাকার মানুষের কাছে এটি এখন এক নতুন বিনোদনের নাম।
জানা যায়, ২০২৩ সালের জুনে পার্কটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। স্থানীয় শিক্ষক কেএম হাসান একসময় এখানে ‘আপন শিক্ষালয়’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে করোনার সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে জায়গাটিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সাজানো হয়। কেএম হাসানের ভাবনা ও পরামর্শেই পরবর্তীতে গড়ে ওঠে ‘আপন বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট’।

বর্তমানে প্রতিদিন আশপাশের এলাকা থেকে ২০০ থেকে ৪০০ জন দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। পার্কে রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া এবং বিশ্রামের সুযোগ। পার্কটিতে এখন ২০ জন কর্মচারী কাজ করছেন, যাদের আয়ে তাদের পরিবারের জীবিকা চলছে।
পার্কের পরিচালক মনিরুল হাসান বলেন, ‘শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। কেউ আপত্তিকর আচরণ করলে সঙ্গে সঙ্গে তাকে পার্ক থেকে বের করে দেওয়া হয়। মাদক সংক্রান্ত বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এটি লাভজনক প্রতিষ্ঠান নয়; এখানে অনেকে চাকরি করে জীবিকা নির্বাহ করছে।’
এআরএস

