Logo

সারাদেশ

নড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ধানের গুদাম ও কাঠের কারখানা পুড়ে ক্ষতি অর্ধকোটি টাকা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫

ধানের গুদাম ও কাঠের কারখানা পুড়ে ক্ষতি অর্ধকোটি টাকা

ছবি : বাংলাদেশের খবর

নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা-ভবানীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধানভর্তি একটি গুদামঘর ও কাঠের কারুকাজের একটি কারখানা পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের বেলায় বাজারের সব দোকান বন্ধ হয়ে গেলে হঠাৎ একটি দোকানঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে একটি ধানভর্তি গুদাম ও কাঠের কারুকাজের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানঘর ও ভিতরের সব মালামাল ছাই হয়ে যায়।

কাঠের কারুকাজের দোকানমালিক ইলাহি মোল্যা জানান, ‘আমার দোকানে কম্পিউটার, ফার্নিচার তৈরির মেশিন, সিএনসি রাউটার, কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল—সব পুড়ে গেছে।’

ধান ব্যবসায়ী মাসুদ মোল্যা বলেন, ‘আমার গুদামে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ধান ছিল। কিছুই অবশিষ্ট নেই।’

দোকানঘর মালিক মাসুদ শেখ বলেন, ‘আমার ভবন ও টিনের ছাউনি সবই পুড়ে গেছে। অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু আমি নই, ভাড়া নেওয়া ঘরগুলোর ব্যবসায়ীরাও সর্বস্ব হারিয়েছেন। কাঠের কারখানায় নিয়মিত ২০-৩০ জন কর্মচারী কাজ করত, তারাও বিপদে পড়েছেন।’

ব্যবসায়ীদের দাবি, দুইটি দোকান মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।’

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর