Logo

সারাদেশ

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৯ শিক্ষার্থী পেলেন ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৯ শিক্ষার্থী পেলেন ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি ২০২৫’। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্ক প্রবাসী আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, সমাজসেবক ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার স্বপ্ন—হাতীবান্ধা ও পাটগ্রামের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। আমি নিজেও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি, তাই চেষ্টা করছি অন্যদের পাশে দাঁড়াতে।’

তিনি আরও জানান, ‘গত বছর থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়েছে, যা অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী এই বৃত্তি পেয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।’

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সবুজ হোসেন বলেন, ‘শিহাব আহমেদ স্যার শুধু অর্থ সহায়তা দেননি, আমাদের পড়াশোনায় আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন।’
আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন, ‘তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন আমরাও সমাজের জন্য কিছু করতে চাই।’

অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

অনুষ্ঠান শেষে ৬৯ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও অনুদান তুলে দেন প্রধান অতিথি শিহাব আহমেদ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর