Logo

সারাদেশ

শেষ হলো ১৬ দিনব্যাপী ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল’

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫১

শেষ হলো ১৬ দিনব্যাপী ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল’

ছবি : বাংলাদেশের খবর

১৬ দিনব্যাপী ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরকে ভিন্নভাবে গড়ে তুলতে হলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণের প্রত্যেকটি প্রয়োজনে বিএনপি সবসময় পাশে থাকবে। চাঁদপুরকে সুন্দরভাবে গড়ে তোলা শুধু বিএনপির দায়িত্ব নয়, এটি পুরো চাঁদপুরবাসীর দায়িত্ব।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। সন্তানদের এসব ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। ২০০৯ সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে তেমন সক্রিয়তা দেখা যায়নি। তাই আমরা চিন্তা করেছি—এই অঙ্গনকে নতুন করে প্রাণবন্ত করতে হবে। এ কারণেই ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’-এর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের উৎসব নিয়মিতভাবে আয়োজন করা হলে এখান থেকেই জাতীয় পর্যায়ের প্রতিযোগীরা তৈরি হবে। আমরা ‘মেইড ইন চাঁদপুর’ নাম দিয়েছি যেন জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় সবাই বুঝতে পারে—ওরা চাঁদপুরের শিল্পী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম।

সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব মইনুদ্দিন লিটন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপারসন মুনিরা আহমেদ ও তার কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক মন্টু, অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট কৌহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মানিক, জেলা জাসাসের সদস্যসচিব মোবারক শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক, তার স্ত্রী মুনিরা আহমেদ ও কন্যা ফারিসা আহমেদ মানহা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পরে ৩৩টি সাংস্কৃতিক সংগঠনকে মেডেল ও সনদ প্রদান করা হয়। সবশেষে জেলা জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর