Logo

সারাদেশ

লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫

লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ মে. টন চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে দুই ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় মিলন হোসেন নামের এক চাল ব্যবসায়ীকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নোহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছেন। পাশাপাশি ওই চাল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের ডিলার মো. হিমায়েত হোসেন ও নালিয়া বাজারের ডিলার কামরুজ্জামানের কাছ থেকে মিলন হোসেন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে চাল কিনে মাগুরা নিয়ে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর উপজেলার সুজাপুর গ্রামের পাঁচরাস্তার মোড়ে স্থানীয়রা সন্দেহজনক হিসেবে তাকে থামিয়ে তল্লাশি করলে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ মে. টন চাল উদ্ধার করা হয়। এরপর নোহাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে চাল জব্দ ও মিলন হোসেনকে আটক করে।

অভিযুক্ত ডিলার কামরুজ্জামান বলেন, ‘আমি চাল নিয়ে জামেলায় আছি। এখন এ বিষয়ে কোন কথা বলব না।’

অপর ডিলার হিমায়েত হোসেন বলেন, ‘যাদের চাল দেওয়া হয়েছে, তারা চাল বিক্রি করেছে। এতে আমার কী দোষ?’

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্তের পর অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃপা বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর