নিষেধাজ্ঞা শেষে রাতেই ইলিশ শিকারে নামতে প্রস্তুত জেলেরা
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯
ছবি : বাংলাদেশের খবর
মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। সরকারি এই নিষেধাজ্ঞা চলাকালীন উপকূলের জেলেরা নৌকা ও জাল মেরামতসহ অন্যান্য প্রস্তুতি শেষ করে সাগরে মাছ শিকারের জন্য অপেক্ষা করছেন।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ২২ দিনের নিষেধাজ্ঞায় সব ধরনের মাছ ধরা, জাল ফেলা, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল। এ সময় জেলেরা নৌকা, ট্রলার ও জাল মেরামতের কাজ সম্পন্ন করেছেন। পটুয়াখালীর মৎস্য বন্দর আলিপুর, মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ট্রলার মালিক আ. জলিল বলেন, ‘এবার মৌসুমে সাগরে জেলেদের জালে তেমন মাছ পাওয়া যায়নি। তবে নিষেধাজ্ঞা শেষে আশা করি সাগরে ভালো মাছ মিলবে।’
কুয়াকাটার জেলে সোহেল বলেন, ‘পুরো বছরটা সরকারি ও প্রাকৃতিক নিষেধাজ্ঞায় বসে থাকতে হয়। এই নিষেধাজ্ঞা শেষ হলে সাগরে যথেষ্ট মাছ পাওয়া গেলে পরিবারের মুখে হাসি ফুটবে।’
কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি হালিম ব্যাপারী জানিয়েছেন, ‘জেলেরা সরকারের সব নিয়ম মেনে মাছ শিকার করছে, কিন্তু ভারতীয় জেলেরা সীমান্ত অতিক্রম করে আমাদের এলাকায় মাছ ধরে নিয়ে যাচ্ছে। আশা করি এ সমস্যা দ্রুত সমাধান হবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতীত সঠিকভাবে পালন হয়েছে উপজেলায়। বর্তমানে জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেরা সাগর থেকে হাসিমুখেই ফিরে আসবেন ঘাটে।’
জেলেরা ইতোমধ্যেই মাছ শিকারের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন এবং রাত থেকেই সাগরে মাছ ধরতে নামবেন।
জাকারিয়া জাহিদ/এমএইচএস

