Logo

সারাদেশ

নওগাঁয় প্রবাহ সংসদের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো কনসার্ট

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪

নওগাঁয় প্রবাহ সংসদের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো কনসার্ট

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'প্রবাহ সংসদ'-এর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে প্রবাহ সংসদ প্রাঙ্গণে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

'স্পিড হেব্বি কনসার্ট'-এ মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড দল 'দাগ', কণ্ঠশিল্পী হাসান এবং শিল্পী ফারহানা। গভীর রাত পর্যন্ত হাজারো দর্শক তাদের গানে নেচে-গেয়ে আনন্দের ছন্দে মাতোয়ারা হন।

এসময় উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাহবুব হাসান সাম্মু, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিল্পীরা জানান, নওগাঁর মানুষের উষ্ণ সাড়া ও ভালোবাসা তাদের আনন্দিত করেছে। খেলাধুলা ও সংস্কৃতির অঙ্গনে সুপরিচিত প্রবাহ সংসদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রবাহ প্রি-ক্যাডেট স্কুল, জিমনেসিয়াম ও লাইব্রেরি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর