শ্রীপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণধোলাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪১
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ১১ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
অভিযোগ অনুযায়ী, দারুল হিকমা হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মহসীন (নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কাঁচটিয়া গ্রামের এগবিন মিয়ার ছেলে) ওই শিশুকে জোরপূর্বক মাদ্রাসার কক্ষে বলাৎকার করেন। ভুক্তভোগী শিশু শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনা ছড়িয়ে পড়ার পর মাদ্রাসায় একত্রিত হয়ে জনতা অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেয়। পরে তিনি মাওনা চৌরাস্তায় অবস্থিত পুলিশ বক্সে আনা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
শিশুর বাবা জানান, তার সন্তান মাদ্রাসার আবাসিক নুরানী বিভাগে পড়াশোনা করতেন। বিষয়টি শিশুর দাদা ও বাবার কাছে জানানো হলে তারা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে জিজ্ঞেস করেন এবং গণধোলাই দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খোঁজ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। রাত ১১টার দিকে অভিযুক্ত মহসীনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
আতাউর রহমান সোহেল/এআরএস

